৮৫কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গঙ্গাজলের ক্রিয়েটিভ অ্যাডুকেশন সংস্থা
প্রকাশিত হয়েছে : ২:৫৬:৩৯,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৮৮ বার পঠিত
সংবাদদাতা: প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ৮৫জনকে সংবর্ধনা প্রদান করেছে গঙ্গাজলের ক্রিয়েটিভ অ্যাডুকেশন ওয়েলফেয়ার সংস্থা। সুলতানপুর ইউনিয়নের ১৮টি শিক্ষা-প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরন সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় আলিফ কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা আহমদ মনসুর আলম। সংস্থার সভাপতি তারেক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাপায় সদ্য যোগদানকারি নেতা, শিল্পপতি ও শিক্ষানুরাগী সাইফুদ্দিন খালেদ। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার অফিসার রাসেল আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব আহমদ, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, জকিগঞ্জ নিউজের সম্পাদক প্রভাষক আল মামুন, সংস্থার উপদেষ্টা প্রভাষক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সমাজসেবী কুহেল রানা সুজাত চৌধুরী, প্রধান শিক্ষক পাচু মোহন বিশ্বাস, ফয়ছল আহমদ, মো. আব্দুস শাকুর, মাদ্রাসা সুপার আব্দুল কুদ্দুস, আহমদ হাসান কাজীম, নজমুদ্দিন, আব্দুর রজ্জাক, মতু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সমন্বয় করেন ক্রিয়েটিভ এডুকেশন ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ জাকির আহমদ, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন, সদস্য হুসাইন আহমদ, সাব্বির আহমদ, নাজমুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শিক্ষা শুরু হয় পরিবার থেকে তাই পরিবারের সদস্যদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
প্রধান অতিথি বলেন, এ প্লাস পাবার জন্য চেষ্টা অবশ্যই থাকবে তবে সে জন্য কোনো শিক্ষার্থীর উপর শারীরিক মানসিক চাপ দেয়া মোটেই কাম্য নয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসন সকলের সম্মিলিত প্রয়াসে জকিগঞ্জের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি সকলের আন্তরিক প্রয়াস কামনা করেন। কৃতি সংবর্ধনার আয়োজন করায় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান। কৃতি শিক্ষার্থীদের পক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাইদুল ইসলাম সুন্নাহ। কোরআন তেলাওয়াত করেন রুহুল আমিন সঙ্গীত পরিবেশন করেন সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব তরফদার।