জকিগঞ্জ খেলার মাঠে দ্বিতীয় ফ্রেন্ডস ফুটবল টুর্নামেন্ট সোমবার
প্রকাশিত হয়েছে : ৩:১৩:২২,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৭২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ফ্রেন্ডস ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। খেলার লটারি ড্র হবে রোববার রাত আট টায় জকিগঞ্জ বাজারের আজিজ সুপার মার্কেটের নূরা স্পোর্টস এ। এন্ট্রি ফি তিন’শ টাকা। ফি জমা দেয়ার শেষ দিন ঐদিন রোববার। খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১৪ইঞ্চি রঙ্গিন টিভি। দ্বিতীয় পুরস্কার এক সেট উন্নতমানের জার্সি। এছা্ড়া ভালো খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কার রয়েছে।
উপদেষ্টা কমিটি জুবায়ের আহমদ জুয়েল, শহিদ আহমদ, দুলাল আহমদ, নূরুল আলম, আব্দুর রাজ্জাক, জামাল উদ্দিন, আব্দুল মন্নান ও শামিম আহমদ। পরিচালনা কমিটি জবরুল, এবাদ, শহিদ, হাসান, সাগর, জামিল, বুটুল, জুনেদ, রুহেল, নাজিম, শামিম আহমদ কালা, সেলিম আহমদ, সেবুল, আবুল, সিপন, মালেক, বিলাল, জাবেদ আহমদ, নাজির প্রমূখ। সার্বিক যোগাযোগ: জবরুল ০১৭৫৬৪৬৭৩৫১, এবাদ ০১৭১৯৪৫০০৭৮, শহিদ ০১৭২৭১৯০৬৫৩।