মিলিয়ন ইউরোর লটারি পেলো সিরীয় শরণার্থী
প্রকাশিত হয়েছে : ৩:২৯:১৬,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৬৬০ বার পঠিত
মাত্র ১০ ইউরোর টিকিটে এক মিলিয়ন ইউরো জিতে নিয়েছেন ফ্রান্সে আশ্রয় নেয়া সিরিয়ার এক শরণার্থী। লটারিতে পাওয়া এই অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি টাকার সমান।
৩০ বছর বয়সী ওই ব্যক্তি ২০১১ সালে ফ্রান্সে পৌঁছান। তখন থেকেই ‘অড জব’ করছিলেন তিনি।
গত বছরের জুনে তিনি লটারিটি জিতেন। তবে এতদিন এই গল্পটি অজানাই ছিলো। সম্প্রতি ফ্রান্সের জাতীয় লটারি কর্তৃপক্ষ তার পুরস্কার পাওয়ার কথা প্রকাশ করে।
পুরস্কারের অর্থ দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। সিরিয়ায় থাকা পরিবারের সদস্যদের ফ্রান্সে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। সেই সঙ্গে ফরাসী ভাষা ভালোভাবে শিখে রেস্টুরেন্ট ব্যবসায় নামার পরিকল্পনা করছেন তিনি। সূত্র: আল জাজিরা।