ফের জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান হলেন আহসান হাবীব
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:৪৪,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮২০ বার পঠিত
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ২০১৬-২০১৭ কার্যমেয়াদের জন্য ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করেছেন । গত ২রা জানুয়ারি অনুষ্ঠিত সংস্থার ১৭তম দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতিকে দেয়া ক্ষমতা বলে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ২য় বার ফের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সিলেটের কৃতি সন্তান, অনলাইন দৈনিক সিলেটের খবর ডটকম’র সম্পাদক মো:আহসান হাবীব।একই সাথে তিনি সিলেট বিভাগীয় সভাপতির দায়িত্বও পালন করবেন। ২য় মেয়াদের তার এই প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মী সাংবাদিকরা। নবনির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন ঃ সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন, সহসভাপতি শাহজাহান মোল্লা, রতন কুমার রায় ও আলমগীর গনি। মহাসচিব সাজ্জাদুল কবীর, যুগ্ম মহসচিব কাজী সিরাজুল ইসলাম ও সুধাংশু কুমার সরকার, সহকারী মহাসচিব মাজহারুননেসা পাপিয়া সেলিম ও মুহাম্মাদ আবু মুসা, সাংগঠনিক সচিব আবুল বাসার মজুমদার ও খাইরুল ইসলাম, অর্থ সচিব শাহাদাত হোসেন রিটন, দফতর সচিব হেলাল উদ্দিন, প্রচার সচিব ডা. এস, এম, সারওয়ার, প্রশিক্ষণ সচিব প্রিন্সিপাল মুহাম্মদ আবু হানিফ খান, পরিকল্পনা সচিব আবদুল নাহিদ মিঞা, জনকল্যাণ সচিব প্রভাষক জাকির সেলিম, প্রকাশনা সচিব হাসানুজ্জামান, পাঠাগার সচিব মাসুদ আলম, মানববাধিকার সচিব এম, এইচ, আকাশ মাহমুদ মোল্লা, ক্রিড়া ও সংস্কৃতি সচিব আবদুল মজিদ, তথ্য ও গবেষণা সচিব এডভোকেট সরকার কবির উদ্দিন, নির্বাহী সদস্য আলতাফ হোসেন, মামুন-অর-রশিদ ও জি, এইচ হান্নান। তাছাড়া তিনি শাহ আমীরুল ইসলাম রুমী, এস, এম, সিরাজুল ইসলাম, সামসুল আলম জুলফিকার, নূরুজ্জামান প্রধান, এডভোকেট লুৎফর রশিদ রানা, মো. ফজলুল হক, আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া, মোশাররফ হোসেন সিদ্দিকী ও হাবিবুর রহমান খান মামুনকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেছেন।