জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও খেলাফত মজলিস নেতা কুতুব উদ্দিনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৫৬,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১৭১৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, কুতুব ভেরাইটিজ স্টোরের মালিক, খেলাফত মজলিস পৌর শাখার দীর্ঘ প্রায় ১যুগেরও বেশি বায়তুলমাল সম্পাদক দায়িত্বপালনকারি, পৌর এলাকার কেছরী গ্রাম নিবাসী মো: কুতুব উদ্দিন শনিবার দিবারাত ২টায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…….রাজিউন। তিনি কয়েক দিন থেকে কিডনী রোগে ভূগছিলেন। স্ত্রী, ৩মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, দলীয় নেতা-কর্মী রেখে গেছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রোববার বেলা ২টায় টাউন ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। জানাযায় পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, বাজার কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, রাজনীতিক এম এ জি বাবর, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার,
জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সদালাপি, সদা হাস্যোজল মো: কুতুব উদ্দিনের ইন্তেকালে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ চৌধুরী ছাবু, সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, পরিচালক এনামুল হক মুন্না, আল আরাফাহ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার সিনিয়র অফিসার মো: মুজিবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাক আহমদ, সোনারবাংলা সমবায় সমিতির ব্যবস্থাপনা সম্পাদক জাফরুল ইসলাম, বুশরা মোটর্স’র মালিক আব্দুস শহিদ, প্রবাসী আব্দুর রাজ্জাক, হানু মিয়া প্রমূখ।