বেকার যুবদের ২১দিনের কম্পিউটার ট্রেনিং দিল জকিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর
প্রকাশিত হয়েছে : ১২:০৪:৪৩,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ৪০জন বেকার যুবক-যুবতীদের কম্পিউটার বেসিক ট্রেনিং দিয়েছে জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে রোববার বেলা আড়াইটায় সমাপনী অনুষ্ঠান উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অফিস সহকারি মো: এনামুল হক সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো: কুতুব উদ্দিন। বক্তব্য দেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, গোল্ডেন সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুর রহিম প্রমূখ। ট্রেনিং পরিচালনা করেন জকিগঞ্জ কম্পিউটার একাডেমীর পরিচালক শামীম আহমদ। ট্রেনিং পরিচালনা করে গোল্ডেন সমবায় সমিতি।
বক্তারা বলেন তথ্য-প্রযুক্তির কল্যাণে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তাই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে আরো দক্ষ-যোগ্য করে গড়ে তুলতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে হবে। বক্তারা আয়োজক ও প্রশিক্ষনার্থীদের ধন্যবাদ জানিয়ে তাদের ভবিষ্যত সফলতা কামনা করেন।
প্রসঙ্গত: যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ট্রেনিংয়ে ৪০জন অংশগ্রহণকারিদের মধ্যে সনদ প্রদান করা হবে।