জকিগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রী সড়ক দূর্ঘটনায় নিহত; চালক আটক
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:৫৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৩৪৬৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ আটগ্রাম সড়কে সিএনজির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে ৪র্থ শ্রেণীর ছাত্রী মাজেদা আক্তার অপি (৯)। আজ সোমবার দুপুর দেড়টায় বাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালক বাহার উদ্দিনকে আটক করেছে পুলিশ।
দূর্ঘটনার পর পরই চালক বাল্লা গ্রামের আব্দুল বাছিতের মেয়ে মাজেদা আক্তার অপিকে সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ চালককে আটক ও সিএনজি গাড়টি জব্ধ করে থানায় নিয়ে আসে। মেয়ের বাবা আব্দুল বাছিত জকিগঞ্জ বার্তাকে জানান বাল্লাহ স্কুলের বিরতীর সময়ে মেয়েটি রাস্তায় দাড়ানো ছিল। এমন সময় সিএনজি ধাক্কা দিয়ে চাকার নীচে ফেলে পিষ্ট করে। আমার মেয়েকে চালক হত্যা করেছে, আমার মেয়ের হত্যাকারির বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির জকিগঞ্জ বার্তাকে জানান ঘটনার পর পরই চালক ও গাড়ির মালিক পক্ষ কেউই সাড়া দিচ্ছেন না। ঘটনার বিচার চেয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।