জকিগঞ্জে দ্বিতীয় ফ্রেন্ডস ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৬:৩০:২৪,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৭২৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ফ্রেন্ডস ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাজী খলিল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাকীম হায়দর, আওয়ামী লীগ নেতা মোস্তুফা উদ্দিন কামান্ডার, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন খেলার উদ্যোক্তা জবরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির জুবায়ের আহমদ জুয়েল, শহিদ আহমদ, দুলাল আহমদ, নূরুল আলম, আব্দুর রাজ্জাক, জামাল উদ্দিন, আব্দুল মন্নান ও শামিম আহমদ। পরিচালনা কমিটির জবরুল, এবাদ, শহিদ, হাসান, সাগর, জামিল, বুটুল, জুনেদ, রুহেল, নাজিম, শামিম আহমদ কালা, সেলিম আহমদ, সেবুল, আবুল, সিপন, মালেক, বিলাল, জাবেদ আহমদ, নাজির সংবাদপত্র এজেন্ট মো: শাফি, মঙ্গলাল বিশ্বাস, রুহেল আহমদ, জুনেদ আহমদ প্রমূখ।
সার্বিক যোগাযোগ: জবরুল ০১৭৫৬৪৬৭৩৫১, এবাদ ০১৭১৯৪৫০০৭৮, শহিদ ০১৭২৭১৯০৬৫৩।খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১৪ইঞ্চি রঙ্গিন টিভি। দ্বিতীয় পুরস্কার এক সেট উন্নতমানের জার্সি। এছা্ড়া ভালো খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। প্রতিদিনের খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দাতা জকিগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ চৌধুরী ছাবুর পুত্র শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগী তানওয়ীম চৌধুরী নাফী। খেলায় ১৯টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে অংশ নেন আটগ্রাম স্পোর্টিং ক্লাব বনাম আনন্দপুর পৌরসভা দল।