জকিগঞ্জের কাস্টমঘাটে আরো একটি গোলঘর নির্মাণ
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৫৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জেলা পরিষদের অর্থায়নে জকিগঞ্জের কাস্টমঘাটে আরো একটি গোলঘর নির্মাণ করা হয়েছে। ভ্রমণ পিপাশুদের বিনোদনের জন্য গোলঘর নির্মাণ করা হলো। প্রতিদিন সকাল হতেই কাস্টমঘাট দিয়ে ভারত থেকে বিভিন্ন মালামাল আমদানী-রপ্তানী হয়। বিকেল হলে ছোট-বড় সকলেই জমজমাট আড্ডা বসায়। সব মিলিয়ে জকিগঞ্জের বিনোদনের একমাত্র স্থান হচ্ছে কাস্টমঘাট। বর্তমান গোলঘরসহ মোট ৪টি গোলঘর নির্মিত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান সাড়ে ৩লক্ষ টাকা ব্যয়ে গোল ঘর নির্মাণ করা হয়েছে। গোলঘরটি নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরের সাথে বার বার যোগাযোগ করা হয়েছিল। নির্মাণকালে ভারত তাতে বাধা দেয়। পরে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের পর সেটি নির্মাণের অনুমতি মেলে। ভবিষ্যতে আরো একটি গোলঘর নির্মাণের চিন্তা-ভাবনা চলছে। বলেন ২০০৯সালের দিকে আমি মেয়র থাকাবস্থায় প্রথম একটি গোলঘর নির্মিত হয়েছিল। কুশিয়ারা নদীর তীর সংলগ্ন কাস্টমঘাটের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।