প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলে জকিগঞ্জ আ.লীগের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৪৩,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৯৩ বার পঠিত
সংবাদ দাতাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন সফলের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা ডাকবাংলোতে জকিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন এবং কালীগঞ্জ বাজারে মানিকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাকিম আলী হায়দরের পরিচালনায় ডাকবাংলোতে উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্টিত হয়। বিকেল ৫টায় একই স্থানে জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও মো. মাহতাব আহমদের পরিচালনায় ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় কালীগঞ্জে মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
পৃথক কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দীন চৌধুরী বলেন- গণমানুষের সংগঠন হিসেবে আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যানের কথা চিন্তা করে। গত ৭ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার সুফল দেশের প্রতিটি মানুষ ভোগ করছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বেড়েছে। সরকারের উন্নয়ন বেগবান ও আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্য ছাড়া কোন প্রচেষ্ঠাই সফল হয় না।
বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক জাতীয় ছাত্রনেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী বলেন- আওয়ামী লীগ ও নৌকার মধ্যে কোন তফাৎ নেই। নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগ করা যায় না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একইসূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর সৈনিকরা কখনোই নৌকা প্রতীক বাদ দিয়ে অন্য কোন মার্কায় ভোট দিতে পারে না। আজ আমি বড়ই আনন্দিত আমার জন্মস্থান জকিগঞ্জ আওয়ামী লীগের অংশীদার হয়ে আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ করতে যাব। যেমনি যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে তার সফরকালীন সময়ে সাদর আমন্ত্রণ জানিয়ে থাকি।
উপজেলা আওয়ামী লীগের সাধাারণ সম্পাদক মোস্তাকিম আলী হায়দর বলেন- বঙ্গবন্ধুর সান্নিধ্যে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। এখন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ চালিয়ে যাচ্ছি। এই আদর্শ নিয়েই আজীবন রাজনীতি করে যেতে চাই।
উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় কোরআন তেলাওয়াত করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জকিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজনা সুলতানা চৌধুরী, জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মো. মাহতাব আহমদ, বারহাল ইউনিয়ন সভাপতি মুহিবুর রহমান, কাজলশাহ ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম, বীরশ্রী ইউনিয়নের সভাপতি ইউনূছ আলী, খলাছড়া ইউনিয়ন সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক কবীর আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দীন, সুলতানপুর ইউনিয়ন সভাপতি আবদুস ছত্তার, বারঠাকুরী ইউনিয়ন সভাপতি মহসিন মরতুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলাম, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম প্রমুখ।