লামারগ্রাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ২৫জানুয়ারি সোমবার
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৫৬,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮১০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম টাইটেল মাদ্রাসার বার্ষিক ওয়া্জ মাহফিল আগামী ২৫জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল হযরত হাফেজ মাওলানা আব্দুল গফফার রায়পুরী দা: বা:।
প্রতি বছরের ন্যায় এবারো দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্থ হতে হাজারো ভক্ত মুরিদান-শুভানুধ্যায়ী মাহফিলে আসবেন। মাহফিলে দেশ বরেণ্য আলেম-উলামাগণ আলোচনা রাখবেন। মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।