লামারগ্রাম ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:০৭,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৬১৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের লামারগ্রাম ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, শিক্ষানুরাগী ও খলাছড়া ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ উল্লাহ বুলবুল ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুনিম জামাল। ক্রীড়া সংগঠক সংগঠক গোলাম কিবরিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সংবাদপত্র এজেন্ট ও জকিগঞ্জ বার্তার ফটো সাংবাদিক মো: শাফি, শিক্ষক ফয়ছল আহমদ, ক্রীড়া সংগঠক নূর উদ্দিন, জহির উদ্দিন, ছালেহ আহমদ, কামরুল, সুবেল, জুবের, লুৎফুর, জাবের, সুমন, ছামাদ, জুয়েল, ছামি, রুবেল প্রমূখ। ১
৬টি দলের খেলা শেষে ফাইনালে অংশ নেয় সুবেল-লুৎফু্র বনাম আবুল-জুবের দৈত দল। খেলায় চ্যাম্পিয়ন হিসেবে প্রথম পুরস্কার দু’টি উন্নত ব্যাট অতিথিদের নিকট থেকে গ্রহণ করে সুবেল-লুৎফুর। রানার্সআপ দল আবুল-জুবের দু’টি ট্রফি পুরস্কার পায়। বিশেষ পুরস্কার পেয়েছে ফয়ছল, আহাদ, রুমেল, রুবেল।