সিলেটে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৫৪,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৬১ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি নগরীর আলিয়া মাদরাসা মাঠের জনসভায় যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
যেসব উন্নয়ন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী: শাবির এমএ ওয়াজেদ মিয়া আইসিইটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন, সিলেট এপিবিএন ব্যারাক ও ওসমানী থানা ভবন, খাদিমপাড়া হাসপাতাল, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ১০০ শয্যা বিশিষ্ট শহীদ সামসুদ্দীন শিশু হাসপাতাল ও কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবন।
যেসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী: সিলেট আউটার স্টেডিয়াম, নারী পুলিশ ডরমেটরি ভবনের উর্ধ্বমুখী কাজের স¤প্রসারণ, শাহপরাণ থানা ভবন, সিলেট জেলা ও বিভাগীয় এনএসআই কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়, তামাবিল স্থলবন্দর, সিলেট ইলেকট্রনিক সিটিসহ কয়েকটি রাস্তার কাজ।
সুত্র: সিলেট ভিউ