ফুলতলী এতিমখানায় ইসলামি গজল সন্ধ্যা ২৫ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ৮:২০:১০,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ২৯০১ বার পঠিত
সংবাদ দাতা: লতিফিয়া এতিমখানা ছাত্র সংসদের আয়োজনে আগামী ২৫শে জানুয়ারী সোমবার বিকাল ৫টা হতে লতিফিয়াএতিমখানাকমপেক্সে ইসলামি গজল সন্ধ্যা অনুষ্ঠান হবে।অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন- ইসলামি সঙ্গিতের কিংবদন্তি, প্রতিষ্ঠাতা পরিচালক রিসালাহ সাংস্কৃতিক সংসদ, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, শাহিদ আহমদ- নির্বাহীপরিচালকসবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠিসিলেট, সুলতান আহমদ-নির্বাহী পরিচালক জালালিয়া শিল্পী গোষ্ঠি, তাহমিদ জাহান নাফিস- সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠি, সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠিরশিল্পী ও লতিফিয়া এতিমখানা শিল্পীগোষ্ঠির সদস্যগণ । গজলসন্ধ্যা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বর্তমানে গজল সন্ধ্যা সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকায় মাসে একাধিক হলেও লতিফিয়াএতিমখানাগজল সন্ধ্যা অন্য যে কোন গজল সন্ধ্যার চেয়ে আলাদা বলেএখানে ইসলামি গজলপ্রেমি মানুষের ভিড় হবে বলে অনেকেই ধারণা করছেন। জনসমাগমের কথা বিবেচনায় রেখে আয়োজকরা এতিমখানার২টি মাঠ প্র¯‘ত রেখেছেন। প্রথম মাঠে মঞ্চ সহ অন্যান্য সৌন্দর্য্য বর্ধনের কাজ চলছে ও দ্বিতীয় মাঠে প্রজেক্টরের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন গজল সন্ধ্যার মূল ব্যবস্থাপক ফারহান আহমদ চৌধুরী রেদ্বা। উন্নত সাউন্ড সিস্টেম, সুন্দর মঞ্চ ও লাইটিং করা হচ্ছে।আগতদের স্বাগত জানাতে এতিমখানার মূল গেইটে আলাদা ১টিগেইট করা হয়েছে। আয়োজকরা জানান এতিমখানার ছাত্র সহঅন্যান্য গজল প্রেমিদের জন্য রেখেছেন শিরণীর ব্যবস্থা। সব মিলিয়ে লতিফিয়া এতিমখানার এই গজল সন্ধ্যা হবে আকর্ষনীয় বলে অনেকেই মনে করছেন। ইসলামী গজল প্রেমিক ইমরান আহমদ বলেন- অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করায় অনেকে এ অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আসারজন্য আগ্রহ নিয়ে ২৫ জানুয়ারীর জন্য অপেক্ষাকরছেন।