আল্লামা মামরখানী র. ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৫৮,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯২১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌরসভা, বিরশ্রী ও মানিকপুর ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে বিতরণ করা হয়। পৌরশহরের শাহজালাল মার্কেটস্থ মজলিস কার্যালয়ে আল্লামা মামরখানী র. ফাউন্ডেশনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায়, বিরশ্রীর উজিরপুর জামে মসজিদ ও কলাকুটা দারুল আযকার এন্ড রিসার্চ একাডেমী মাঠে বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আল্লামা মামরখানী র. ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান।
মাওলানা ইয়াকুব হোসেন জাকিরের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা সহ-সভাপতি মাওলানা ছালেহ আহমদ, মানিকপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী খেলাফত মজলিস নেতা জোবায়ের আহমদ চৌধুরী আলমগীর, সংগঠনের উপজেলা সহ-সাধারণ সম্পাদক খলাছড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ উল্লাহ বুলবুল, পৌর খেলাফত মজলিসের সভাপতি ফরিদ উদ্দিন, বিরশ্রী ইউনিয়ন খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী, মালয়েশিয়া প্রবাসী নূরুল হক, দারুল আযকার একাডেমীর ভাইস প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, এনামুল হক মুন্না, এম কে আই ডালিম প্রমূখ। প্রায় আড়াইশ দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।