লামারগ্রাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সোমবার
প্রকাশিত হয়েছে : ৭:০৪:২০,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ২৪৫৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: পূর্ব সিলেটের সর্ববৃহৎ লামারগ্রাম মাদ্রাসার ওয়াজ মাহফিল সোমবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। মাহফিলকে ঘিরে পুরো এলাকায় ইসলামী আবহ সৃষ্টি হয়েছে। বিশাল প্যান্ডেল, মঞ্চ আর নানা রংয়ের ফেস্টুন দিয়ে ক্যাম্পাস সাজানো হয়েছে। মাহফিলের সার্বিক কার্যক্রম বিষয়ে মাদ্রাসার ইফতাহ বিভাগের প্রধান ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান জকিগঞ্জ বার্তাকে জানান প্রতি বছরের ন্যায় এবারো মাহফিলে লাখো মানুষের সমাগম হবে। ইতোমধ্যে ভারত থেকে শত শত মুরিদ আসতে শুরু করেছেন। দেশের বিভিন্ন প্রান্থ থেকেও মুরিদরা আসছেন। আল্লামা রায়ুপরী র. এর মুরিদ-ভক্তরা দিনরাত স্বেচ্ছায় শ্রম দিয়ে মাহফিলের কাজ এগিয়ে দিয়েছেন।
বর্তমান ছাহেব আল্লামা আব্দুল জব্বার রায়পুরী র. এর ছাহেব জাদা মাদ্রাসার মহাপরিচালক হাফেজ মাওলানা আব্দুল গফফার পীর ছাহেব রায়পুরী জকিগঞ্জ বার্তাকে বলেন মাহফিল বাস্তবায়নে সংশ্লিষ্টরা অবিরাম কাজ করছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করে মাহফিলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সহযোগিতা চান।
ডা. কামাল উদ্দিন রায়পুরী র. এর ছাহেব জাদা মুহাম্মদ উল্লাহ বুলবুল জানান প্রায় অর্ধশতাধিক গরু জবাই করা হয়েছে। আগত মেহমানদের খাবার পরিবেশন করা হবে। মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফরিদ উদ্দিন জানান মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সাধ্যানুযায়ী নিরাপত্তা গড়ে তুলবে। অতীতের মতো এবারো অত্যন্ত শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হবে।