জকিগঞ্জে রুপালি মৎস্য ও কৃষি খামারে বনভোজন
প্রকাশিত হয়েছে : ৭:৩০:৪০,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের বনগ্রামে মৎস্য ও কৃষি খামারে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বনভোজনের আয়োজন করেন খামারের মালিক, পৌর এলাকার কেছরী গ্রামের সাবেক কাউন্সিলর, ক্রীড়া সংগঠক মোস্তাক আহমদ। বনভোজনে উপস্থিত ছিলেন শিল্পপতি ও শিক্ষানুরাগী সাইফ উদ্দিন খালেদ, নারী নেত্রী হোসনে জাহান রিনা, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, ব্যবসায়ী নজরুল ইসলাম, আবুল হোসেন, তরিকুল আলম রাসেল, ব্যাংক কর্মকর্তা সাজু আহমদ ও বদরুল ইসলাম, সংবাদ কর্মী আবু বক্কর মো: ফয়ছল, আবু মহসিন, জাহেদ আহমদ, সংগঠক লুৎফুর রহমান জিসান প্রমূখ। বনভোজনে আগত সকলকে নিজের উৎপাদিত মাছ, সবজিসহ অন্যান্য উপাদান দিয়ে মধ্যাহৃভোজের আয়োজন করেন মোস্তাক আহমদ।