আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য : সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১১:০১:০১,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৫৩ বার পঠিত
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে রবিবার বিয়ানীবাজার প্রগতি শিক্ষা ট্রস্টের সদস্যদের সম্মানে আয়োজিত নৈশ্যভোজপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিয়ানীবাজার প্রগতি শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম কমর উদ্দিনের রোহের আত্মার মাগফেরাত কামনা করেন সেলিম উদ্দিন ট্রাস্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার প্রবাস জীবনের দীর্ঘদিনের সহকর্মী। আপনারা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছেন, পরামর্শ দিয়েছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
নৈশভোজে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার প্রগতি শিক্ষা ট্রস্টের সভাপতি হাবিবুর রহমান (ময়না), সহ-সভাপতি খলিল উদ্দিন ফল, আব্দুল মুহিত, আব্দুল হান্নান (সাবেক ইউপি চেয়ারম্যান), সাধারন সম্পাদক করিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন বিলাল, প্রচার সম্পাদক আহমদ হোসেন, সহ-প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, প্রতিষ্ঠাতা ট্রাস্টি নুরুল ইসলাম, কাইয়ুম আহমদ, বদরুল হক, হেলাল উদ্দিন, জয়নাল উদ্দিন, আব্দুল জলিল, মনজ্জির আলী, আলফাজ উদ্দিন, ময়নুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদার, বাহার খন্দকার, আব্দুস শহীদ লশকর বশীর, আবুল হাসনাত, সাধারন সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি শামছুল হক, জেলা জাপার যুগ্ম-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ, মনসুর আলম, হোটেল গার্ডেন ইন এর সত্তাধীকারী মাছুম আহমদ, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, আতাউর রহমান চুনু, মাহমুদ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম, জেলা ছাত্রসমাজের আহবায়ক বেলাল আহমদ, যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান, মান্না আহমদ প্রমুখ।