লামারগ্রাম মাদ্রাসায় হাজার হাজার মানুষের ঢল
প্রকাশিত হয়েছে : ৭:২১:৪৮,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৪৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া লামারগ্রাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আজ সোমবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে মাহফিল শুরু হয়। চলবে পরদিন অর্থাৎ মঙ্গলবার ফজর পর্যন্ত। ইতোমধ্যে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ বয়ান পেশ করছেন। সকাল হতে দেশের বিভিন্ন প্রান্থ হতে আল্লামা রায়পুরী র. মুরিদ-ভক্তরা বাস, মিনিবাস, কার, জিপ, সিএনজি দিয়ে মাহফিলে আসা অব্যাহত রয়েছে। যে কোনো বিশৃংখলা রোধে পুলিশ, আনসার ও মাহফিলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক রয়েছেন। বিশেষ করে যানজট নিরসনে পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মাহফিলে বিশেষ নজরদারি রেখেছে। সব মিলিয়ে মাহফিলকে ঘিরে পুরো এলাকায় উৎসব-আনন্দ পরিলক্ষিত হওয়ার পাশাপাশি ইসলামী আবহ সৃষ্টি হয়েছে। বিশাল প্যান্ডেল, মঞ্চের কোথাও তীল ধরনের ঠাই নেই। চতুর্দিকে মানুষের স্রোত বইছে। জকিগঞ্জ পৌরশহর থেকে বাস-মিনিবাস, লেগুনা, সিএনজি লামারগ্রাম অভিমুখে যাত্রী আনা-নেওয়া করছে। শত শত গাড়ি না পেয়ে হেটে হেটে মাহফিলে উপস্থিত হচ্ছেন।
মাহফিলে সভাপতিত্ব করছেন মাদ্রাসার মহা-পরিচালক হযরত মাওলানা আব্দুল গফফার পীর ছাহেব রায়পুরী। পরিচালনা করছেন ইফতা বিভাগের প্রধান ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।