গোটারগ্রামের মঙ্গলশাহে হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দেন ফখরুল ইসলাম ট্রাস্টের প্রবর্তক মাওলানা ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ৬:০৯:১৪,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮২৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: : জকিগঞ্জের গোটারগ্রামের মঙ্গলশাহে হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দেন মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের প্রবর্তক লন্ডন প্রবাসী মাওলানা ফখরুল ইসলাম। সোমবার আলহাজ্ব রুপিজ আলী শাফাতুনন্নিছা লতিফিয়া এতিমখানা ও হিফজুল কোরআন মাদ্রাসায় ১৭তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান। শিক্ষক, কবি ও লেখক মহি উদ্দিন হায়দারের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সচিব জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে দেন ইছামতি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুক আহমদ, কাজলসার ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুহাইমিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল হক খসরু, ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা ইমাদ উদ্দিন। আলহাজ্ব মাওলানা আসদ্দর আলীর সভাপতিত্বে হাফিজ মাওলনা জামিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বক্তব্য দেন অধ্যাপক মোশাহীদ আহমদ কামালী, হাফিজ আবুল কালাম, মাওলানা মুহিবুর রহমান, ডা. মো.কাওসার আহমদ,মুক্তাদিরুজ্জামান, শিক্ষক মো. জসীম উদ্দিন, মাওলানা এবাদুর রহমান, আব্দুল মুকিত প্রমুখ। অনুষ্ঠানে ক্বিরাত পাঠ করে শিক্ষার্থী ছাদ উদ্দিন, নাতে রাসুল সা. পরিবেশন করে শিক্ষার্থী তারেক আহমদ, মর্সিয়া পাঠ করে জালাল আহমদ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ হিফজ বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক স্থরের বিভিন্ন মাদ্রাসার ২৬২ শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির প্রায় পৌনে তিন লক্ষ টাকা তুলে দেন। ভাল ফলাফল করায় থানাবাজার মাদ্রাসাকে ১০হাজার টাকা পুরষ্কার দেয়া হয়।