সোনাসারে সংবর্ধিত হলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই
প্রকাশিত হয়েছে : ৬:৪০:১৮,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৯০ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসারে সংবর্ধিত হলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই। এ উপলক্ষে ২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে স্থানীয় সোনাসার মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোনাসারবাসীর উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ আব্দুল খালিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় শুরুতে ক্বিরাত পাঠ করে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোঃ আব্দুস সামাদ। অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ষষ্ট শ্রেণির ছাত্রী পুষ্পিতা রাণী রায়, সপ্তম শ্রেণির ছাত্রী নাবিলা আক্তার, মারজানা আক্তার ও সুমাইয়া আক্তার। সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদুল কবিরের স্বাগত বক্তব্য ও সপ্তম শ্রেণির ছাত্রী আনিছা রহমান এনির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিলেট -৫ আসনের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের চেয়ারম্যান কামাল এমসি রহমান, বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ইউকের সিলেট ব্যুরো চীফ মোহাম্মদ শফিকুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, বারঠাকুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যতম সদস্য খালেদ আহমদ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মুদরিছ আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আব্দুস শহীদ লস্কর বশীর, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ভাইস চেয়ারম্যান শরফুজ্জামান চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল, উত্তরকুল মোশাহিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি নেতা ও স্থানীয় সোনাসার বাজার সভাপতি আব্দুস সাত্তার মঈন, সেক্রেটারী আলাউদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাদির পাখি মিয়া, স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদ, বিশিষ্ট সমাজসেবী আফজল হোসেন ও মামুনুর রশীদ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন এমপি সংবর্ধিত অতিথি আব্দুল মুকিত এমবিইকে স্বাগত জানিয়ে বলেন, আমি জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে আন্তরিকভাবে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। যোগাযোগ, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছি। জকিগঞ্জ-কানাইঘাটের প্রতিটি গ্রাম ক্রমান্নয়ে বিদ্যুতের আলোয় আলোকিত হতে শুরু করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার সময়ের ভিতরে ইনশাআল্লাহ জকিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। সংর্বধিত অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত এমবিই আয়োজকদের সাধুবাদ জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান লাভের লক্ষে ৩টি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন।