গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজে পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১২:১৮:১৯,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতিক লোকমান উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম, কৃষি অফিসার মো: ফখরুল আলম প্রমূখ। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো: আজির উদ্দিন।