খলাছড়া, বিরশ্রী ইউপিতে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:২৪,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৭৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের খলাছড়া ও বিরশ্রী ইউপির শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র করেছে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ। ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় ও বিরশ্রী ইউপি কার্যালয় প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে দু’শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কবির আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, প্রধান শিক্ষক ইমাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, রাজনীতিক আব্দুল গফুর, আব্দুল মুনিম জামাল মেম্বার, বিশিষ্ট মুরব্বী মো: হানই মিয়া, আব্দুল জলিল মেম্বার, আব্দুল আহাদ মেম্বার, প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ রুমেল, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ডা. হাবিব উল্লাহ মিছবাহ, প্রবাসী রুবেল আহমদ, আবুল বাইছ, দুলাল আহমদ, এম কে আই ডালিম, বাবর হোসেইন চৌধুরী ও মো: শাফি প্রমূখ।