কসকনকপুর ইউপির দরিদ্র মানুষের পাশে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে
প্রকাশিত হয়েছে : ৩:১৬:৩৪,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯২৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আর্তমানবতার সেবায়, দরিদ্র-শীতার্ত জকিগঞ্জের কসকনকপুর ইউপির দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। আজ শুক্রবার (২৯জানুয়ারি) সকাল ১০টায় মামরখানি র. এর স্মৃতি বিজড়িত আল্লামা আব্দুল গাফফার রঃ নূরানি একাডেমী মাঠে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি, ছাহেবজাদায়ে মামরখানি ও সাবেক ইউপি সদস্য মাওলানা আব্দুর রাহিম। সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফিয ইমরান আহমাদ। উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম শাহীনের পরিচালনায় টেলি কফনফারেন্সের মাধ্যমে প্রধান অথিতির বক্তব্য দেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে’র চেয়ারম্যান শিক্ষানুরাগী, দানবীর ও সমাজ সেবক কামাল এমসি রহমান।
বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, সিলেট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমাদ আল-হাকীম, প্রাক্তন ইউপি সদস্য সোনাসার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস-সাত্তার মঈন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম, মাওলানা আতিকুর-রাহমান, হাফিয মাওলানা আশরাফ হোসাইন, বিশিষ্ট মুরব্বী আব্দুল জালিল ও তজম্মুল আলী প্রমূখ। বক্তারা জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সমাজ সেবা ও উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রসংসা ও প্রবাসী সকলের সু-স্বাস্থ এবং দীর্ঘায়ু কামনা করেন। বলেন আর্তমানবতার কল্যাণে যারা কাজ করেন,তারা সত্যিই মহত্বের পরিচয় দিয়েছেন। উপস্থিত শীতার্ত মানুষেরা শীতবস্ত্র (কম্বল) পেয়ে ভীষণ আনন্দিত। তারা জকিগঞ্জ এসোসিয়েশনের সংশ্লিষ্ট সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জানান। বিতরণ অনুষ্ঠানে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।