সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঝনকি মিয়া’র ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১:১৬:২৬,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১৯৮২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জের ৬নং সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক সুজাদ বখত চৌধুরী ঝনকি মিয়া’র ২২তম মৃত্যু বার্ষিকী আজ ২৯জানুয়ারি শুক্রবার। এ উপলক্ষ্যে স্থানীয় কামালগঞ্জ বাজারে সুজাদ বখত চৌধুরী ঝনকি মিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, কামালগঞ্জ বাজার জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া এবং মরহুমের নিজ বাড়ি গনিপুরে বাদ এশা কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
আলোচনা সভায় কহেল রানা সুজাদ চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন চৌধুরী। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গনিপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শাকুর, নবীগঞ্জ মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম, বদরুল হক বাদল।
এছাড়া অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন মামুনুর রশিদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল কাদির পাখি মিয়া, মাহমুদ আলী, আব্দুল গনি (তেরন মিয়া), ফখরু মিয়া প্রমূখ।
কামালগঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মস্তাক আহমদ এবং মরহুমার নিজ বাড়িতে দোয়া পরিচালনা করেন গনিপুর জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, মরহুম সুজাদ বখত চৌধুরী ঝনকি মিয়া জীবন দশায় সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও মানব সেবায়, বিভিন্ন সামাজিক কর্মকান্ডে, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তিনি ১৯৪৭ সালে করিমগঞ্জ থানা ছাত্র ফেডারেশন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, ১৯৪৮ সালে নবীগঞ্জ বাজার প্রতিষ্টাতা সদস্য ছিলেন এবং ইন্তেকালের পূর্ব মূহুর্ত পর্যন্ত বাজারের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করেন, ১৯৫২ সালে জকিগঞ্জ মহকোমার ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, ১৯৬০ সালে গনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন, ১৯৬৪ সালে গনিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন, ১৯৯৩ সালে গনিপুর কল্যান ট্রাষ্টের প্রতিষ্টাতা সদস্য ছিলেন। ১৯৭২ সালে ৬নং সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৮১ সালে গনিপুর গ্রাম প্রধান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৩২ সালের ১৫ জানুয়ারী জন্ম গ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ২৯ জানুয়ারী ইন্তেকাল করেন।