জকিগঞ্জে শামসুল উলামা স্মৃতি ট্রাস্টের বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ৬:০১:১৭,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা র. এর নামে প্রতিষ্ঠিত শামসুল উলামা স্মৃতি ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান জকিগঞ্জের কসনকপুর ইউপি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: এখতিয়ার হোসেনের সঞ্চালনায় ক্বেরাত পাঠ করে আবু বক্কর সিদ্দিক, না’তে রাসুল (সা:) রায়হান আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ। প্রধান আলোচকের বক্তব্য দেন এমসি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: বিলাল উদ্দিন।
বক্তব্য দেন ইছামতি কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ মাওলানা আব্দুল বাছিত, সমাজসেবক রিয়াজ উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মোয়াজ্জেম ইসলাম, শিক্ষক নজমুল ইসলাম, ট্রাস্টের উপদেষ্টা মাওলানা শামীম আহমদ, ডা. নজরুল ইসলাম নমিক, সিলেট মহানগর যুবলীগের সদস্য ফারুকুল ইসলাম, ট্রাস্টের আজীবন সদস্য শাফিউল মিজান, আব্দুল মুকিত, ছাদিকুর রহমান ছাদিক, মিছবাহ উদ্দিন, হালিম আহমদ, ট্রাস্টের অর্থ সম্পাদক আলী আকবর উজ্জ্বল, দাতা সদস্য তানভীরুল হাসান, ট্রাস্ট সদস্য জাকির হোসেন, তারেক আহমদ, আফরুজ্জামান প্রমূখ।
ট্রাস্টের পক্ষ থেকে দাতা সদস্য হিসেবে সম্মানা দেওয়া হয়, ডা. মোয়াজ্জেম ইসলাম ও শাফিউল মিজানকে। ১২টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৩৪জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ টাকা ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।