বিরশ্রী ও কাজলসার ইউপিতে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১:১১:৩৩,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৪১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিরশ্রী ও কাজলসার ইউপির দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন এসোসিয়েশনের চেয়ারম্যান কামাল এম সি রহমান, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ প্রমূখ।
বৃহস্পতিবার সকালে বিরশ্রীর জামডহর এলাকা ও কাজলসার ইউপির আটগ্রামে পৃথকভাবে দু’শ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।