বারহালে TARGET A+ কোচিং সেন্টারের শুভ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:১২,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১৩০১ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারে TARGET A+ কোচিং সেন্টার এর শুভ উদ্বোধন শুক্রবার বিকাল চার ঘটিকার সময় লুৎফুর রহমান মার্কেটে অনুষ্ঠিত হয়। শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক জাহেদ আহমদের পরিচালনায় আব্দুর রউফ এর কেরাত পাঠের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন কোচিং সেন্টারের পরিচালক জাকিরুল ইসলান। শুভেচ্ছা বক্তব্য দেন, মানবাধিকার কমিশন বারহাল ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ মিসবাহ আহমদ ও ডাক্তার আব্দুর রউফ সাহেদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহগলী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আব্দুল আলীম সাহেব।
এতে উপস্থিত ছিলেন, বারহাল ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান চৌধুরী, হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা বুরহান উদ্দিন রনি, বারহাল ইউনিয়ন ৪নং ওয়ার্ড সদস্য ছালিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলার সহ-সভাপতি ও বারহাল ইউনিয়নের সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন পুতুল, মানবাধিকার কমিশন বারহাল ইউনিয়ন সহ-সভাপতি ও কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমান শিকদার, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছদিওল ফারুক আহমদ, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল ও বাংলাদেশ কবি সভা সিলেট বিভাগ,জালালাবাদ কবি ফোরাম কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, শিক্ষানুরাগী জালাল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ বারহাল ইউনিয়নের সাধারন সম্পাদক মাওঃ আব্দুর রহিম, শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সচিব ডাক্তার ছাদিক আহমদ তাপাদার, বারহাল ছাত্র পরিষদের সভাপতি ছদিওল হোসাইন আহমদ,বারহাল ছাত্র কল্যাণ পরিষদ এর সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রুমেল, সৈয়দ খায়রুল আমিন, সামাদ উদ্দিন, সৈয়দ আব্দুল ওয়াদুদ প্রমূখ।