৬শ কম্বল, সোয়েটার, টুপি ও মোজা দরিদ্রদের মধ্যে বিতরণ করলো আল খাইর ফাউন্ডেশন ইউকে
প্রকাশিত হয়েছে : ৮:২৮:১০,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৭৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের মুন্সীবাজার মাদ্রাসায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে আল খাইর ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে শীত বস্ত্র (কম্বল), সোয়েটার, টুপি ও মোজা বিতরণ করা হয়েছে। আল খাইর ফাউন্ডেশন ইউকের অর্থায়নে জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট ও মুনশী বাজার মাদরাসার ব্যবস্থাপনায় রবিবার দুপুরে জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশী বাজার মাদরাসায় দরিদ্র মানুষের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব সিলেটের প্রথম উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিম এর সার্বিক প্রচেষ্ঠায় অনুষ্ঠিত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ। মুনশী বাজার মাদরাসার শাইখুল হাদীস ও মুহতামিম আল্লামা মুক্বাদ্দাস আলীর সভাপতিত্বে ও জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের শিক্ষা সচিব হাফিজ মাওলানা আব্দুল মুকতাদির এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কওমী মাদরাসা ঐক্য পরিষদ এর সভাপতি আল্লামা আব্দুল মুছাব্বীর আইয়রী, জকিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুস্তকিম আলী হায়দর, মুনশী বাজার মাদরাসার শিক্ষা সচিব মাও.ইউনুস খাদিমানী, মাওলানা আবুল কালাম, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা ফরিদ উদ্দীন, মাওলানা রিয়াজুদ্দীন, মাওলানা আংকাইয়ুম, হাফিজ মাওলানা আফজাল হোসাইন, জকিগঞ্জ বার্তা২৪.কম এর সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক কে এম মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মুরতাজা আহমদ, রফিকুল ইসলাম, হাফিজ জুবায়ের আহমদ,হাফিজ মিনহাজুল ইসলাম, হাফিজ আফজাল হোসাইন প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে জকিগঞ্জের ৭নং বারঠাকুরী এবং ৮নং কসকনকপুর ইউপির দরিদ্র ৭০০ জন ও ১০টি কওমী মাদরাসায় একশত জন দরিদ্র ছাত্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্রের মধ্যে রয়েছে উন্নতমানের কম্বল, সোয়েটার,হাত/পা মুজা, শীত টুপি, ইত্যাদি প্রত্যেককে বিতরণ করা হয়। বক্তারা বলেন আল খাইর ফাউন্ডেশন ইউকে দরিদ্রদের মধ্যে কম্বল (শীতবস্ত্র)সহ অন্যান্য সামগ্রী বিতরণ করে মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সংশ্লিষ্টদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফাউন্ডেশনের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন বক্তারা।বলেন এ ফাউন্ডেশনের মতো অন্যরা এগিয়ে এলে এলাকার দরিদ্র মানুষেরা উপকৃত হতেন। একটি কল্যাণকর দেশ চাইলে সামর্থবান সকলকে দরিদ্রদের পাশে দাড়ানো উচিত বলে মন্তব্য করেন তারা।
প্রসঙ্গত: প্রতি বছরের ন্যায় এবারো আল খাইর ফাউন্ডেশন ইউকে শীতবস্ত্র, ঈদ সামগ্রীসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় উন্নত কম্বল, সোয়েটার, টুপি ও মোজা দরিদ্রদের মধে বিতরণ করা হয়েছে।