গুরুতর আহত বাছিতের শয্যাপাশে জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:৫২,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১২০৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত জকিগঞ্জ ইউপি ডিজিটাল সেন্টার ফোরামের সভাপতি আব্দুল বাছিতের শয্যাপাশে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না। খলাছড়া ইউপির মাদারখাল গ্রামস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন বাছিতকে দেখতে যান তিনি। বেশ কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করে শারীরিক খোজখবর নেন তিনি । গুরুতর আহত বাছিতের দ্রুত আরোগ্যও কামনা করেন।
জকিগঞ্জ ইউপি ডিজিটাল সেন্টার পরিচালক সাইফুর রহমান স্বিপন এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২১ জানুয়ারি জকিগঞ্জ-শেওলা-সিলেট যাওয়ার পথে খলাছড়ার ডিগ্রী ব্রীজের র্যা লিংয়ে সিএনজি সজোরে তাকে ধাক্কা দেয়।পরবর্তীতে ঐ গাড়িটি আব্দুল বাছিতের উপরে উঠে যায়। স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় গুরুতর জখম হয়।