জামুরাইলে ব্যবসায়ীর গাড়ি পেট্রল ঢেলে পুড়ালো দূর্বত্তরা; ভাইকেও পুড়ে মারে ২০০৭সালে
প্রকাশিত হয়েছে : ১২:২৫:২৫,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৭৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের জামুরাইলে দূর্বৃত্তদের পেট্রলে পুড়লো ব্যবসায়ী আব্দুর রশিদের গাড়ি। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩লক্ষ টাকা। আব্দুর রশিদ জকিগঞ্জ বার্তাকে বলেন সদ্য কেনা নিজের ব্যবহৃত গাড়িটি বাড়ির উঠানে ছিল। রাত আড়াইটার দিকে বিকট শব্দে টায়ারটি বিস্ফোরিত হলে বড় ভাইয়ের ঘুম ভাঙ্গে। তিনি চিৎকার দিলে আমরা ঘুম থেকে উঠে দেখি পুরো গাড়ির ইঞ্জিন ও সামনের অংশ পুড়ে গেছে। পাশে পেট্রলের বোতল পাওয়ার কারণে নিশ্চিত হওয়া গেছে যে প্রতিপক্ষ শত্রুরাই এ কাজ করেছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ কাল (সোমবার) তদন্ত করবে।
বলেন ২০০৭সালে চৌধুরী বাজারে মুদি ব্যবসা করতেন বড় ভাই আব্দুল বসির। রাতের আধারে নিজ দোকানে পুড়িয়ে মারা হয় তাকে। প্রমাণ না থাকায় পুলিশ বলেছিল, কারেন্টের শক থেকে আগুনের সুত্রপাত। পুলিশ অপমৃত্যু মামালাও নিয়েছিল।