জকিগঞ্জে ৪টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৪৭,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় জকিগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হলো আজ সোমবার (পহেলা ফেব্রুয়ারি) সকাল ১০টায়। এবারে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত মোট ১২২৯ পরিক্ষার্থী এবং ইছামতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত মোট ৬১৪জন শিক্ষার্থী রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র পরীক্ষা চলবে।
এবারে মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় জকিগঞ্জের দু’টি কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত মোট ৮১৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ করার কথা রয়েছে। তন্মধ্যে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৩৭৫জন এবং ইছামতি কামিল মাদ্রাসা কেন্দ্রে ৪৪৩জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিন ক্বোরআন শরীফ পরীক্ষা চলছে।
এ দিকে সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম জকিগঞ্জ বার্তাকে বলেন এসএসসি-দাখিল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্নে প্রয়োজনীয় সব কিছু করা হয়েছে। সব ক’টি কেন্দ্রের নিরাপত্তা, শৃংখলা রক্ষায় সংশ্লিষ্টরা তৎপর থাকবে। কেন্দ্র সচিব গণ তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।