জাতীয় সংসদের মূল নকশা পূর্ত মন্ত্রণালয়ের অনুমতি পেলেই যুক্তরাষ্ট্র যাবেন স্থপতিরা
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:২০,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৩৯ বার পঠিত
স্পিকারের অনুমতি সাপেক্ষে জাতীয় সংসদ ভবনসহ আগারগাঁও এলাকার স্থাপত্যের মূল নকশা যুক্তরাষ্ট্র থেকে আনতে চায় গৃয়াহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তর।
আজ সোমবার এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন করা হবে বলে জানা গেছে। মন্ত্রণালয় অনুমতি দিলেই এক বা একাধিক স্থপতি যাবেন যুক্তরাষ্ট্রে।
এদিকে, পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহস্পতিবার সংসদে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জনাব সেলিম উদ্দিনের এক প্রশ্নের উত্তরে বলেন,’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিখ্যাত স্থপতি লুই আই কান প্রণীত জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স, তদসংলগ্ন এলাকার মহাপরিকল্পনাসহ অন্যান্য সকল অঙ্গের স্থাপত্য নকশা সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি আর্কিটেকচারাল আর্কাইভ এর সাথে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ড্রইং ইনভেন্টরি লিস্ট (Drawing inventory list) এর চূড়ান্ত তালিকা পাঠানো হয়েছে। এই তালিকা হতে প্রয়োজনীয় নকশা চিহ্নিত করে তা সংগ্রহের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।