রেইনবোর লটারি ড্রতে প্রথম পুরস্কার ফ্রিজ পেলেন রাসেন্দ্র বিশ্বাস
প্রকাশিত হয়েছে : ৭:৫০:৪৩,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৪৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌরশহরে অবস্থিত রেইনবো সুপার শপের লটারি ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন পূবালী ব্যাংক জকিগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক রাসেন্দ্র বিশ্বাস। আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে ফ্রিজ রাসেন্দ্র বিশ্বাসের হাতে তুলে দেন রেইনবো শপের মালিক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন রাসেন্দ্র বিশ্বাসের স্ত্রী হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক সীক্তা রানী ও রেইনবো সুপার শপের ব্যবস্থাপক মো: হিফজুর রহমান। পুরস্কার পেয়ে ভীষণ খুশি এমনটাই জকিগঞ্জ বার্তাকে জানালেন রাসেন্দ্র। বলেন পণ্য গুলোর দাম সহনীয় ও কোয়ালিটি সব গুলোই ভালো। বলতে গেলে এক দোকানে সকল কেনাকাটাই করা যায়। তিনি রেইনবোর সফলতা কামনা করেন।