মানিকপুর ইউ/পি তালামীযের কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৪৬,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯১২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৯নং মানিকপুর ইউ/পি শাখার ২০১৬-২০১৭ সনের কাউন্সিল অধিবেশন গত ২৮জানুয়ারি স্থানীয় অস্থায়ী কার্যলয়ে অনুষ্টিত হয়েছে। আধিবেশনে বিদায়ী সভাপতি আখতার হোসাইন চৌধুরী’র সভাপিতিত্বে ও আহমদ হোসাইন আইমান, রাহেল আহমদ চৌঃ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত্ত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি ছাত্র নেতা আব্দুল মুকিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদ্রাসার ভি.পি আব্দুল কুদ্দুছ চৌঃ তাজুল, উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আবু ছুফিয়ান, অফিস সম্পাদক নাজির আহমদ, ইছামতি আমিল মাদ্রাসার সাধারণ সম্পাদক আকবর আহমদ চৌঃ, ইছামতি ডিগ্রী কলেজর সভাপতি মোঃ ফয়ছল আহমদ, ইছামতি কামিল মাদ্রাসার সহ-সভাপতি মাহতাব উদ্দিন, কাজলসা ইউপি শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত।
সভায় সর্বসম্মতিক্রমে আহমদ হোসাইন আইমান-কে সভাপতি ও জাহেদ আহমদ-কে সাধারণ সম্পাদক এবং রাহেল আহমদ চৌঃ-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সহ-সভাপতি হাফিজ মুমিনুল হক মনজুর, সহ-সভাপতি কাজী জাহেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মায়রুফ আহমদ, সহ- সাধারণ সম্পাদক হাফিজ মুহি উদ্দিন (সাহাদাত) সহ-সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান আহমদ চৌঃ, সহ-সাংগঠনিক ইমরান আহমদ, প্রচার সম্পাদক মন্তাজুর রহমান (সুমন) সহ-প্রচার সম্পাদক জাকির হোসাইন, সহ-প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌঃ, অর্থ সম্পাদক জুবায়ের আহমদ (রিজভী)অফিস সম্পাদক আব্দুল হাফিজ চৌঃ, সহ-অফিস সম্পাদক হাফিজ ইকবাল হোসেন, সহ-অফিস সম্পাদক আহবাব আহমদ চৌঃ, প্রশিক্ষণ সম্পাদক লুকমান আহমদ চৌঃ, হাফিজ আরাফাত হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফজল আহমদ, শিক্ষা ও সাংকৃতিক সম্পাদক ছাইদুল ইসলাম, সদস্য জাহেদ আহমদ, মিছবাহ উদ্দিন, মুছলেহ উদ্দিন, ছালিক আহমদ, নাঈম উদ্দিন, কামরুল ইসলাম, মামুনুর রশিদ, কাওছার আহমদ চৌঃ, হিফজুর রহমান, মিজান আহমদ, শামিম আহমদ, শাহরিয়ার আহমদ প্রমুখ।