জেলা সহ-সভাপতি রাজুর জন্ম দিন পালন করলো জকিগঞ্জ ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ১২:১৮:৪১,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১২৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ দেশ মূখ্যে রাজুর জন্মদিন কেক কেটে পালন করেছে জকিগঞ্জ ছাত্রলীগ। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে পৌরশহরের যুবলীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুস শহিদ, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, যুবলীগ নেতাআব্দল কাইয়ূম, শাহিন আহমদ, জেলা ছাএলীগ সদস্য আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, আব্দুল আহাদ, মো: আল আমিন, আলী হোসেন, উপজেলা-পৌর ও সরকারি কলেজ ছাএলীগ নেতা ইফতেখার আহমদ মঞ্জু,আলমগীর হুসেন পুতুল, আফসর হুসেন খান, জাকির হুসেন, মামুন আহমদ, নাসির উদ্দিন, আমিন, জুয়েল, রাজু রায়, মৃনাল,রাজু, রুবেল, রেজা প্রমূখ। এ সময় দেবাশীষ দেশ মূখ্য রাজু উপস্থিত ছিলেন।