জকিগঞ্জে ১০মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের আরো ১টি সাব স্টেশন
প্রকাশিত হয়েছে : ১:০৪:৫৮,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৩৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কসকনকপুর ইউপির বিয়াবাইলে আরো ১টি বিদ্যুতের সাব স্টেশন নির্মাণ কাজ চলছে। যথা সময়ে সকল কাজ সম্পন্ন হলে মার্চের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে। লামারগ্রামের সাব স্টেশনটি ৪মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। সেটি নির্মিত হওয়ায় কিছুটা হলেও বিদ্যুতের ঘাটতি কমে যায়। সে সময়ে গ্রাহক কম থাকলেও বর্তমানে গ্রাহক সংখ্যা (৩১ডিসেম্বর পর্যন্ত) ২৫হাজার ৩শ ৭৮। ২০১৪সালে গ্রাহক সংখ্যা ছিল ১৪২০০প্রায়। কিন্তু এক মাত্র এক বছরে বেড়ে দাড়িয়েছে প্রায় ১১হাজার গ্রাহক। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়াতে আরো একটি সাব স্টেশন নির্মাণের চিন্তা করে বিদ্যুৎ বিভাগ। সেই সাব স্টেশনটি নির্মাণে সহযোগিতা করেন ড. আহমদ আল কবির।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালক আখতার হোসেন রাজু জকিগঞ্জ বার্তাকে বলেন সরকারের জালানী উপদেষ্টা বিয়ানীবাজারের সন্তান ড. তৌফিক এলাহী বীরবিক্রম এর সাথে হৃদ্যিক সম্পর্ক রয়েছে জকিগঞ্জের সন্তান ড. আহমদ আল কবিরের। তিনি ড. তৌফিক এলাহীর সাথে যোগাযোগ করে সাব স্টেশনটি নির্মাণে সহায়তা করেন। ১০মেগাওয়াট ক্ষতা সম্পন্ন সাব স্টেশনটিতে সুবিধা পাবেন মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউপির বিদ্যুৎ গ্রাহকরা । এতে বিদ্যুতের লোডশেডিং অনেকটা কমে আসবে। বলেন চারখাইয়ে সাড়ে ৩শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিদ্যুতের স্টেশন। ২০১৭সালে এটি উদ্বোধন হলে জকিগঞ্জের বিদ্যুৎ ঘাটতি তেমন থাকবে না বলে তিনি জানান।
পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম গোলাম মোস্তফা জকিগঞ্জ বার্তাকে বলেন বিয়াবাইলে সাব স্টেশনটির নির্মাণ কাজ চলছে। আশা করা যাচ্ছে, ২৮ফেব্রুয়ারি চালু করা যাবে। মানিকপুর, কসনকপুর ও বারঠাকুরী ইউপির বিদ্যুৎ গ্রাহকেরা সুবিধা ভোগ করবেন।