ইনামতি স্টুডেন্ট এসোসিয়েশন এর শিক্ষা সফর সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:৫০,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৩২ বার পঠিত
সংবাদ দাতাঃ জকগিঞ্জের ইনামতি স্টুডেন্ট এসোসিয়শনের উদ্দ্যেগে এক দিনের শিক্ষা সফরের উদ্দেশ্যে গত ৩০জানুয়ারি সকাল ৮ ঘটিকার সময় কসকনকপুর ইউনিয়নের ইনামতি গ্রামের ইউনিয়ন অফিস বাজার থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইনামতি গ্রামের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে এই শিক্ষা সফরের আয়োজন করে ইনামতি স্টুডেন্ট এসোসিয়েশন। যা বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গলের মাধবপুর, রাবার বাগান, গ্রেন্ড সুলতান, চিড়িয়াখানা সহ যাত্রাপথে প্রকৃতির লীলায় অনেক কিছু ঘুরে-ফিরে দেখে নেয় ইনামতি গ্রামের একঝাঁক তরুন মেধাবী ছাত্ররা।
শিক্ষা সফর উপলক্ষে বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যে অন্যতম চমক হিসেবে ছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মত। যা সভাপতি জামিল আহমদ ইনামতি গ্রামের ইতিহাস ঐহিত্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এসোসিয়েশন গঠনের লক্ষ্য উদ্দেশ্য ও সব ধরণের তথ্য আলোচনা করেন। আর এই আলোচনার ভিত্তিতে উপস্থিত সবাইকে সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় এবং এছাড়া রয়েছে আই.কিউ টেস্ট, অভিনয়, গান, উপস্থিত বক্তব্য, হাড়িভাঙ্গা, বেলুন ফোলানীসহ আরও অনেক ইভেন্টের ব্যবস্থা ছিল। প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল।
উক্ত ইভেন্টগুলো পরিচালনা করেন সভাপতি জামিল আহমদ, সহ-সভাপতি জুবায়রুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ, সোহেল পারভেজ, মাহবুবুর রহমান।
শিক্ষা সফরে উপস্থিত ছিলেন এসোসিয়শনের উপদেষ্ঠাদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, এম.আর. মজুমদার বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস, হুমায়ুন কবির বাবর, তাহের আহমদ চৌধুরী, শাহজালাল ইসলামিক আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল রুহুল আমীন, মিছবাহ উদ্দিন সহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দও ইনামতি গ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় উচ্চ শিক্ষায় অধ্যয়ণরত ছাত্ররা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জকিগঞ্জের মধ্যে এই প্রথম কোন গ্রাম থেকে একটি ছাত্র সংগঠন শিক্ষা সফরের আয়োজন করেছে। যা জকিগঞ্জ উপজেলার মধ্যে ইনামতি স্টুডেন্ট এসোসিয়শন প্রথম এবং ব্যতিক্রম একটি উদ্দ্যোগ।