এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে জকিগঞ্জে ছাত্রলীগের মিছিল
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৪৬,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: এবারের এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে জকিগঞ্জ পৌরশহরে মিছিল বের করে পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগ। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এম এ হক চত্বরে পথ সভায় মিলিত হয়। পৌর ছাত্রলীগ নেতা মুনাল কান্তি দাসের সভাপতিত্বে ও রুবেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম চৌধুরী শিমুল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল আহাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন পুতুল, আহমেদ নাসির, কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম রাজু, হোসেন আহমদ ও ছয়েফ আহমদ প্রমূখ।