জুয়া খেলা নিয়ে জকিগঞ্জ বার্তায় রিপোর্টে ইউএনও’র পদক্ষেপ
প্রকাশিত হয়েছে : ১০:৪০:১৬,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৮৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ছালিয়ার বন্দে জুয়া খেলা নিয়ে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে রিপোর্ট প্রকাশের পর প্রশাসন উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে থানা পুলিশ ছালিয়ার বন্দে অভিযান চালায়। অবশ্য জুয়াড়িরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তাকে জানান জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেয়ার পর পরই তারা পদক্ষেপ নিয়েছে। জুয়া খেলাসহ সকল অনৈতিক কাজ বন্ধে আমরা তৎপর রয়েছি। ওসি মো: সফিকুর রহমান খান জকিগঞ্জ বার্তাকে বলেন জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তাদের ধরতে ছালিয়ার বন্দে ফের অভিযান হবে বলে তিনি জানান।