দর্গাবাহারপুর বিজয় ৭১ক্লাবের ফাইনাল খেলা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:২১,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৩৩ বার পঠিত
শুক্রবার দুপুর দেড়টায় জকিগঞ্জের দর্গাবাহার পুর বিজয় ৭১ ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত দর্গাবাহার পুর ৩য় জয়বাংলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহন করবে তারা হলো, ফ্রেন্ডস স্টাপ ক্রিকেট একাদশ শাহ্গলী বনাম লামাবাজার ক্রিকেট একাদশ কালিগঞ্জ বাজার। উক্ত খেলায় আপনারা সবাই আমন্তিত, খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন : ৯ নং মানিক পুর ইউনিয়ন চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম অাহবায়ক আবু জাফর মোঃ রায়হান। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত থাকবেন, জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ার ম্যান, সাজনা সুলতানা হক চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি: জনাব হোসাইন আহমদ চৌধুরী হাসান। নাজিম উদ্দীন ( মেম্বার)। আহমদুল হক চৌ: বেলাল। এতে আরো উপস্তিত থাকবেন, উপজেলা ছাত্রলীগ নেতা, আহমেদ ফরহাদ, ইকবাল শাহ্, আশরাফুল আলম রাহাত, আয়োজনে : দর্গাবাহার পুর বিজয় ৭১ ক্রিকেট ক্লাব হাড়িকান্দি, জকিগঞ্জ, সিলেট।