দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে কালিগঞ্জে তালামীযের মিছিল
প্রকাশিত হয়েছে : ৪:০০:১৭,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া ইছামতি কামিল মাদ্রাসা ও ৯নং মানিকপুর ইউ/পি শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্টিত হয়েছে। গত ১ফেব্রুয়ারী সোমবার বেলা ১.৩০ মিনিটের সময় মিছিলটি ইছামতি কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র ও ইছামতি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সম্মূখ প্রদক্ষিন করে এবং কালিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ গলি সমূহ প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়।
এতে সভাপিতত্ব করেন ইছামতি কামিল মাদ্রাসা সহ সভাপতি মোঃ মাহতাব উদ্দিন। মানিকপুর ইউ/পি শাখার সভাপতি আহমদ হোসাইন আইমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুকিত ও ইছামতি কামিল মাদ্রাসা শাখার ভি,পি আব্দুল কুদ্দুছ চৌঃ তাজুল, উপজেলা সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা অফিস সম্পাদক নজির আহমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদ্রাসা তালামযের সভাপতি বুরহান উদ্দিন, হাফিজ মুমিনুল হক মনজুর, সাধারণ সম্পাদক মানিকপুর ইউ/পি শাখা জাহেদ আহমদ, রাহেল আহমদ, মঈন উদ্দিন, ইয়াসির আরাফাত, জাকির আহমদ, মায়রুফ আহমদ প্রমূখ।