জকিগঞ্জের মাহবুবুল হক চৌধুরীকে সহ-সভাপতি করে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১:৫১:৫৫,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৩০০ বার পঠিত
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন সাংগঠনিক নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন তিনি। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে সিলেট ল’কলেজের ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য, জকিগঞ্জের সন্তান মাহবুবুল হক চৌধুরীকে।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির হলগুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলার কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান শনিবার রাতে এই কমিটিগুলো অনুমোদন করেন। এর মধ্যে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি বাংলা কলেজকে কেন্দ্রীয় সংসদের অধীনে নেয়া হয়েছে।
শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আল মেহেদী তালুকদারকে সভাপতি এবং বাশার সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আসিফ রহমান বিপ্লবকে নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটির শীর্ষ এ দুই নেতা তৎকালীল জগন্নাথ কলেজের ২০০১-০২ সেশনের শিক্ষার্থী।
মাহবুবকে সভাপতি এবং হিমেলকে সাধারণ সম্পাদক করে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।