জকিগঞ্জের পাপলু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে বিজয় প্রত্যাশী
প্রকাশিত হয়েছে : ২:৩৭:৩০,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৫৬ বার পঠিত
সিলেট বিএনপিকে ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক কার্যক্রমে তৃণমূল থেকে উজ্জীবিত করতে চান সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সাংগঠনিক পদ প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু। দুঃখ বিভেদ ভুলে ঐক্যতার মাধ্যমে সিলেট বিএনপিকে গতীশিল হয়ে জনগণের অধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার সিলেট বিএনপির কাউন্সিল সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। ৭ ফেব্রয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিলে জেলার সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাবেক এই ছাত্রনেতা । তিনি বলেন, সিলেটের জাতীয়তাবাদী দলের পূর্ণগঠন সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে কাউন্সিলাদের গোপন রায়ে নেতৃত্ব বাছাইয়ের সময় উপযোগী বিরল সিধান্ত কাউন্সিল দলকে সুসংগঠিত করে নেতা কর্মীদের উজ্জীবিত হয়ে নতুন নেতৃত্বের সুজুগ সৃষ্টি করে থাকে । আগামী দিনে সিলেট বিএনপির লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, কাউন্সিল শেষে জেলা বিএনপির প্রথম কাজ হবে জেলার অন্তর্গত সকল উপজেলা থানা পৌর সহ সকল ইউনিট নেতা-কর্মীদের নিয়ে দলকে গতিশীল ও সুন্দর সংগঠন উপহার দিতে নেতাকর্মীরা একে অপরের সাথে সুহৃদ সম্পর্ক স্থাপন করতে হবে জেলা থেকে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, পৌর শাখা সমূহকে সাংগঠনিক দক্ষতা ও সাংগঠনিক চর্চার মাধ্যমে সূ সংগঠিত করতে হবে । জেলা সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়ে তৃণমূল থেকে কেমন সাড়া পাচ্ছেন? এমন প্রশ্নে তিনি বলেন, দীর্ঘ ছাত্র রাজনীতি করে তৃণমূল থেকে কেন্দ্র মুখী নেতৃত্বের অধিকারী হয়েছি, অতীতের সকল দায়িত্ব পালনের ভূমিকা তৃণমূল সাধারণ নেতা কর্মীর নজরে রয়ছে এবং তৃণমূলের নেতাকর্মীরা জানেন সদ্য অতীতের আন্দোলন সংগ্রামে আমার কি অবদান ছিল। তৃণমূল নেতাকর্মীর মনের প্রতিফলনেই প্রাথীতা। তিনি বলেন, কাউন্সিল ঘোষণার পূর্বেও নেতাকর্মীদের সাথে আমার যে রকম সম্পর্ক ছিল এখনও সেই সম্পর্ক বিদ্যমান এবং আগামীতে সেই সম্পর্ক হৃদয়ের বন্ধন হয়ে থাকবে। কাউন্সিলারবৃন্দের উপর পূর্ণ আস্থা রয়ছে সময় উপযোগী সঠিক নেতৃত্ব বাছাইয়ে । আমি শতভাগ আশাঁবাদি কাউন্সিলার ও তৃণমূলের নেতাকর্মীরা আমাকে যথাযত মূল্যায়ন করবেন । এরশাদবিরোধী আন্দোলন থেকে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হওয়া এই নেতা জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে তৃণমূলের আঞ্চলিক ওয়ার্ড ইউনিয়নের দায়িত্ব পালন করে। ১৯৯৩-৯৪ সালে জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৯৫-৯৬ সালে সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৮-৯৯ সালে সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০০সালে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৩-৪ সালে সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন এবং (২০০৯-১০ টুকু-আলিম কমিটির) কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ( সিলেট বিভাগীয় দায়িত্ব পালন করেন । তিনি বলেন, দীর্ঘ ছাত্র রাজনীতি সমাপ্ত করার পর গণ সংগঠনে কোন দায়িত্ব না থাকা সত্তেও সদ্য সকল গণতান্ত্রিক আন্দোলনে দলের দুঃখ সময়ে সাধারণ নেতা কর্মীদের পাঁশে ছিলাম । ইনশাল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে নেতা কর্মীদের নিয়ে উজ্জীবিত ভাবে সাংগঠনিক কার্যক্রমের ব্যবস্থা করবো এবং মামলা, কারা নির্যাতিত সহ সকল অসহায় নেতা কর্মীর পাঁশে থাকবো । তিনি সম্মেলন সফলতার কামনা করে সকলের নিকট জিয়া পরিবার সহ সকল জাতীয়তাবাদী আদর্শের গুম, খুন, কারাবন্ধী নির্যাতিত নিপীড়িত নেতা কর্মী জন্য সকলের নিকট দোয়া কামনা করেন ।