মানিকপুরে শাহজালালপুর আইকন ফাইভ স্টারের সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট আগামী বুধবার
প্রকাশিত হয়েছে : ১২:২৬:০০,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৬৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর আইকন ফাইভ স্টার কতৃক আয়োজিত এক দিনের সিক্সে এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট আগামী ১০ফেব্রুয়ারি বুধবার অনুষ্টীত হবে। স্থানীয় কলাকুটা যাত্রী ছাউনী সংলগ্ন পূর্বমাঠে অনুষ্টিত টুর্নামেন্টটি উদ্ভোধন করবেন কাজ্বী ফয়ছল আহমদ।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মানিকপুর ইউনিয়িনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সওদাগর সেলিম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আব্দুল আহাদ (ঠিকাদার), বাবর আহমদ, শিব্বির আহমদ (ছাব্বির), শরিফুল ইসলাম, কাজ্বী জুবের আহমদ, ফয়ছল আহমদ (রানা)।
টুর্নামেন্টের প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে ৪টি নতুন মোবাইল ফোনেবং ২য় পুরষ্কার রয়েছে ২টি নতুন মোবাইল ফোন। তাছাড়া রয়েছে ম্যান অব দ্যা সিরিজ ও ম্যান অব দ্যা ম্যাচ।
এ দিকে টুর্নামেন্টে শেষ সময় ৯তারিখ মঙ্গলবার রাত ৭টা ৩০মিনিট পর্যন্ত টিম এন্টি করতে পারবেন বলে জানিয়েছে খেলার আয়োজক বৃন্দ। টিম এন্টির জন্য যোগাযোগ করতে চাইলে ০১৭২৮৮১৫২৪২, ০১৭১৪৪৮৩৭৮০ ও ০১৭১৯৮৯৫৬৫৭ নম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন।