জকিগঞ্জ বার্তার অনুসন্ধানে ২৫হাজার টাকা ফিরে পায় মসজিদ
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:২৯,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯০১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, ইউপি চেয়ারম্যানসহ এলাকার অনেকের অনুরোধ রাখেননি তিনি। মুঠোফোনে সে বিষয়টি জানিয়েছিলেন চেয়ারম্যান আবু জাফর মো: রায়হান। অবশেষে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে টাকা ফেরত দেয়ার কথা দিয়েছিলেন জকিগঞ্জের মানিকপুর ইউপি সদস্য মারুফ আহমদ। খলাদাপনিয়া গ্রামের বায়তুর রহমান মসজিদের সোলার প্যানেলের টাকা বরাদ্ধ হয়েছিল টাকা। জুন মাসে বরাদ্ধকৃত টাকা দিতে স্থাণীয়দের গড়িমসি করেন। পরে জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্নার কাছে টাকা দেয়ার কথা দেন তিনি। সম্প্রতি সেই বরাদ্ধকৃত ২৫হাজার টাকা মসজিদের মোতাওয়াল্লি আব্দুস ছামাদ চৌধুরীর কাছে ফেরত দেন। তিনি বলেন টাকা পেয়ে সোলার প্যানেল কেনা হয়েছে।