এই প্রথম জকিগঞ্জে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপি শিক্ষা মেলা
প্রকাশিত হয়েছে : ৮:২৯:২৯,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৬৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপি শিক্ষা উপকরণ মেলা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলায় মোট চারটি ক্লাস্টারে স্কুল গুলো মেলায় অংশ নেয়। ৩টিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকল কিন্ডার গার্টেনে ১টি স্টল অংশ গ্রহণ করে। সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বিকেলে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া। উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুস শহিদ তাপাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম। বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আব্দুল মোহাইমিন চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার বিরেন্দ্র চন্দ্র দাস, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক প্রভাষক আল মামুন, প্রধান শিক্ষক আব্দুল খালিক, প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, প্রধান শিক্ষক লুৎফা বেগম ও আল ইহসান একাডেমীর অধ্যক্ষ মো: বুরহান উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বিশ্বজিৎ রায়, প্রধান শিক্ষক নাছিমা বেগম, রওশন আরা, মো: আব্দুস শাকুর, মো: শাহজাহান আলম, পাচু মোহন বিশ্বাস, প্রদীপ চন্দ, আতাউর রহমান, সিরাজ উদ্দিন, মঞ্জুরুল আলম, আবুল কালাম আজাদ, রানী কাজল, ফরিদা বেগম, আছমা বেগম, হোসাইন আহমদ, আতিকুর রহমান, মো: কামরুজ্জামান, ছালাহ উদ্দিন, হাজী মো: বেলাল উদ্দিন প্রমূখ। এই প্রথম জকিগঞ্জে উৎসব মুখর পরিবেশ দিনব্যাপি শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সকল বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা মেলায় অংশ নেন। জারি-সারি, রবীন্দ্র, দেশাত্মবোধক গান, অভিনয়, কৌতুক, উপস্থিত বক্তৃতা মেলায় আকর্ষণ ছিল। অষ্টম কাব ক্যাম্পপুরির প্রধানমন্ত্রীর বক্তব্য ও ক্যাম্পপুরি সঙ্গীত প্রজেক্টরের মাধ্যমে মেলায় দর্শনার্থীদের জন্য প্রদর্শিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন গত ৪-৫ফেব্রুয়ারি সিলেট পিটিআইতে অনুষ্ঠিত শিক্ষা মেলায় ১২উপজেলার মধ্যে প্রথম জকিগঞ্জ হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। বলেন শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই। সাধ্যের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে জকিগঞ্জকে শিক্ষার কল্যাণে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা বক্তাদের। প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষা অধিপ্তরের ভূয়সী প্রশংসাও করেন তারা।