শাহবাগের ঘাটের বাজারে ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১২:১৬:১৩,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৩২০১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের শাহবাগের ঘাটের বাজার সংলগ্ন উত্তর মাঠে ৩য় নিউ স্টার ক্রিকেট প্রিমিয়ার লীগের টুর্নামেন্ট বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। খেলা উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশিং কমিটির সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ।
নিউ স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন সুমন। সহযোগিতায় ফয়ছল, সাইফ, নাইম, বাবলু, জাবেদ, উজ্জ্বল, নিপু, জাকির, কাওছার, হাসান, ইমরান ও রিফাত।