গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি ও সভা
প্রকাশিত হয়েছে : ৮:২৩:১৬,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মান সম্মত শিক্ষা-জাতীর প্রতিজ্ঞা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ও ২০১৭সালে শত বার্ষিকী পূর্তি উপলক্ষ্যে জকিগঞ্জের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্টম জাতীয় কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণকারি কাব-কাব ইউনিটসহ রংবে রংয়ের ব্যানার, ফেস্টুন সহকারে র্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি বদরুল হক। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো: আব্দুস শাকুর। প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আজির উদ্দিন, এসএমসি’র সহ-সভাপতি কয়েল রানা সজাত বক্ত চৌধুরী, পিটিএ সভাপতি মাসুক আহমদ, এসএমসি’র সদস্য জাহানারা বেগম, খালেদা বেগম, আব্দুল হান্নান, চাপঘাট রহিমপুর মাদ্রাসার সুপার মাওলানা মাসুক আহমদ, ছাব্বির আহমদ চৌধুরী, ফরিদা ইয়াসমিন চৌধুরী, আলিয়া বেগম লস্কর, আফিয়া বেগম, অনুপমা রানী নাথ, জোসনা বেগম, তাহিয়া বেগম, সাহিদা বেগম, জোসনা বেগমসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। বক্তারা বলেন বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আরো যত্নবান হতে হবে।
২০১৭সালে বিদ্যালয়ের শত বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।