দ্বিতীয় ফ্রেন্ডস ক্লাব ফুটবল টুর্নামেন্ট’র কোয়ার্টার ফাইনালে লোকাল স্টার বিজয়ী
প্রকাশিত হয়েছে : ৯:৫২:০০,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৯০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এবং জবরুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় আজ বুধবার কোয়ার্টার ফাইনাল খেলা জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় আটগ্রামস্থ কাড়াবাল্লা জালালনগরকে ১-০গোলে হারিয়ে লোকাল স্টার জকিগঞ্জ বিজয়ী হয়। খেলার সূচনা লগ্নে বক্তব্য দেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, শফি আহমদ ও জবরুল আলম।
উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক জোবায়ের আহমদ জুয়েল, লুৎফুর রহমান দুলাল, নূরুল আমিন সুলতান, শফিক আহমদ, হাসান আহমদ, রুহেল আহমদ, নাজিম আহমদ, এবাদ আহমদ, শামীম আহমদ কালা, ছাব্বির আহমদ, জামাল আহমদ, সেলিম আহমদ ও কবির আহমদ প্রমূখ। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ঐ মাঠে নাজিম একাদশ থানাবাজার বনাম আটগ্রাম জালালাবাদ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
খেলার আয়োজক জবরুল আলম জানান এলাকায় ভালো খেলোয়াড় সৃষ্টি করতে এবং দর্শকদের আনন্দ দিতে দ্বিতীয় ফ্রেন্ডস ফুটবল টুর্নামেন্ট চলছে। গত ১৮জানুয়ারি বিকেলে খেলার শুভ উদ্বোধন করা হয়। ইতোমধ্যে ১৯টি দল খেলার প্রথম রাউন্ডে অংশ নেয়। ফাইনাল খেলা আগামী ১৭ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে।